১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

টাকা নেই তবে কেন চলচ্চিত্র নির্মাণে আসলেন: ফেরদৌস

বিনোদন প্রতিবেদক : ‘‘অর্থাভাবে সিনেমার পরিচালক এখন হোটেল বয়’—এমন শিরোনামে অসংখ্য সংবাদ অন্তর্জালে ভাসছে। জানা যায়, সিনেমার নেশায় সব বিক্রি করে আজ নিঃস্ব নির্মাতা অরণ্য পলাশ। জমি ও স্ত্রীর গয়না বিক্রি করেছেন। তাতেও সিনেমার অর্থের জোগান না হওয়ায় সুদে ঋণ নেন। ভেবেছিলেন সিনেমা মুক্তি পেলে হয়তো দিন বদলাবে। কিন্তু তা আর হলো না। এদিকে কোনো আয় না থাকায় প্রতি মাসে যোগ হতে থাকে ঋণের সুদ। পেট চালানোর জন্য দৈনিক ২৫০ টাকা হাজিরা ও তিনবেলা খাওয়ার চুক্তিতে রেস্তোরাঁয় কাজ করছেন তিনি। এই হলো সংবাদভাষ্য।’’—এ খবরে রীতিমতো চটেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘‘গন্তব্য’ সিনেমার কাজ প্রায় দুই বছর আগে শেষ করেছি। যতদূর জানি, সব কাজ শেষে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের অনুমতিও পেয়েছে। কিন্তু সম্প্রতি খবরে জানতে পারি, চলচ্চিত্র তৈরি করে নিঃস্ব হয়ে পরিচালক এখন হোটেল বয়। পরে জানি, সেটি আমার অভিনীত ‘গন্তব্য’ চলচ্চিত্র। জেনে চমকে উঠি। পরিচালক যদি চলচ্চিত্রের মার্কেটিংয়ের জন্য এমন কিছু করেন, সেটা হবে তার ভুল। সেখানে সবার ধারণা হবে, আমরা হয়তো তাকে এসব শিখিয়ে দিচ্ছি। আসলে তা নয়। মূলত পরিচালক আমার কাছে আসেন দেশের বাইরে ফেস্টিভ্যালে চলচ্চিত্রটি প্রদর্শনের কথা বলে। এই সিনেমায় আমি তেমন পারিশ্রমিক নিইনি। শুটিং থেকে শুরু করে নানা ঝামেলা হয়েছিল। শেষে এসে তেমন কিছু আমি আসলে বলতে চাই না। বরং আমরা তাকে এই কাজটি শেষ করতে অনেক হেল্প করেছি। এমনকি পরিচালক আমার কাছে বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা চাইলে আমি তাকে চ্যানেল আই ও বিভিন্ন রকমের বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছি। এরপর আর কিছু জানি না।’

ফেরদৌস আরো বলেন, ‘কেন অরণ্য পলাশ এ রকম করছেন, তা আসলে আমার জানা নেই। চলচ্চিত্রের কাজ করতে গেলে তাকে আটঘাট বেঁধে নামতে হয়। তিনি তা না করে কাজে নামলেন কেন? চলচ্চিত্র তো বড়লোক আর জমিদারদের কাজ। তাহলে কেন তিনি এ কাজে নামলেন? তা ছাড়া তিনি যদি আগেও অনেক কাজ করতেন, তাহলে এমন আবেগময় কথায় মানুষের কাছ থেকে নানা হেল্প পেতেন। আমার মনে হয়, তার জন্য পরিচালক ও কলাকুশলীসহ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা হেয় হচ্ছেন। আমরা চলচ্চিত্রের মানুষরা তো এমন নই। টাকার অভাবে ক্যান্টিনে কাজ করে খাব, এমন তো নয়। বিষয়টি অতি লজ্জাজনক। আমার কথা হলো তার টাকা নেই, তাহলে কেন তিনি চলচ্চিত্র নির্মাণে আসলেন? এ বিষয়ে আসলে আমার বলার ভাষা নেই।’

‘গন্তব্য’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—চিত্রনায়ক ফেরদৌস, আইরিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী রাজু, আফফান মিতুলসহ অনেকে। সিনেমাটির জন্য এসব শিল্পীরাও নামে মাত্র পারিশ্রমিক নিয়েছেন। কেউ কেউ বিনা পারিশ্রমিকে সিনেমায় কাজ করেছেন বলেও জানা গেছে।

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৯ ৫:৫৯ অপরাহ্ণ