১৩ই এপ্রিল, ২০২৫ ইং | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮
ব্রেকিং নিউজ

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু: রূপায়ণ হাউজিংয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বেইলি রোডে রূপায়ণ হাউজিংয়ের ‘রূপায়ণ স্বপ্ন নিলয়’ ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় (দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যু) মামলা হয়েছে। বুধবার বিকেলে রমনা থানায় মামলাটি করেন নির্মাণাধীন ওই ভবনের শ্রমিক জুবায়ের। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা বেগম বলেন, মামলার এজাহারে তিন শ্রমিকের মৃত্যুতে রূপায়ণ হাউজিংয়ের ঠিকাদার, সাইট ইঞ্জিনিয়ার ও কর্তৃপক্ষকে আসামি করা হয়েছে। তবে কারও নাম উল্লেখ করা হয়নি।

এর আগে মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে ওই এলাকায় ১৪ তলা নির্মাণাধীন ভবনের ১০ তলার লিফটের ফাঁকা স্থান থেকে পড়ে তিন শ্রমিক নিহত হন।

নিহতরা হলেন- সায়েম (২৩) ও জয়নুল (২২) এবং জাহাঙ্গীর (২৪)। তাদের সবার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ৭, ২০১৭ ৮:৪৯ অপরাহ্ণ