নিজস্ব প্রতিবেদক:
বিএনিপর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মওদুদ সাহেব ৩০ বছর ধরে এই বাড়িতে বসবাস করছে। তাকে আজ বের করে দিয়েছে। আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে এ সরকার। জনগণ সব দেখছে আজকে আমাদেরকে যারা বাড়ি থেকে বের করে দিয়েছে তাদেরও একদিন এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে।
বুধবার রাজধানীল বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ইঞ্জিনিয়ারিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।
বেগম খালেদা জিয়া বলেন, আজকে সরকার যে বাজেট দিয়েছে সেখানে সাধারণ মানুষ লাভবান হবে না। শুধুমাত্র লাভবান হবেন ক্ষমতায় আছে যারা।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ অসহায় অবস্থায় আছে। তবে এই অসহায় অবস্থা বেশিদিন থাকবে না। আমরা আজ কেউ বিচার পাইনা। বিচারকে যেভাবে বলে সেভাবে বিচার করা হয়। এই অবস্থা চলতে পারে না। হাসিনা দেশের অনেক লুটপাট, অত্যাচার, জুলুম করছে। মানুষ আর এই অবস্থায় থাকতে চায় না। মানুষ চায় পরিবর্তন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠন করতে চায়। হাসিনার অধীনে নির্বাচন দিলে নির্বাচন কখনই সুষ্ঠু হবে না। নির্বাচন কমিশনও সুষ্ঠু করতে পারবে না।
বিএনপি চেয়ারপারসন বলেন, তাই এখন উচিত হবে হাসিনাকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিবে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন সরকারের চাটুকারীতা না করে জনগণ যেভাবে চায় সেভাবে নির্বাচন দিবে।
প্রকৌশলী মাহমুদুর রহমানের সভাপতিত্ত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ প্রমুখ।
দৈনিক দেশজনতা/এন আর