৬ই এপ্রিল, ২০২৫ ইং | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৯
ব্রেকিং নিউজ

দেশব্যাপী নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে: সিইসি

দেশব্যাপী নির্বাচনী পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হুদা বলেন, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা গেছে। প্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে তা প্রতিফলিত হচ্ছে। তারা অনবরত সভা-মিছিল করে যাচ্ছেন।

তিনি বলেন, প্রার্থিরা তাদের ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন। ফলে দেশব্যাপী নির্বাচনি পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে একটা নতুন সরকার গঠন হবে। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেওয়ার ব্যাপারে সিইসি বলেন, এই অভিযোগগুলো আমাদের কাছে না এসে তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে গেলে তাৎক্ষণিকভাবে সমাধান পাওয়া যাবে।

ভোটের ফল গণনার ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক হওয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, একটু ভুলের কারণে এলাকায় লঙ্কাকাণ্ড ঘটে যেতে পারে। সুন্দরভাবে চেক করে ফলাফল পাঠাবেন।

নির্বাচনে সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিসটেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিসটেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিসটেম (আরএমএস) প্রশিক্ষণের এই উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক।

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৮ ২:৫৪ অপরাহ্ণ