১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৮

সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

রাজধানীর পুরোনা পল্টনে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এই সংবাদ সম্মেলন হবে।

গণফোরামের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জরুরি এ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে অংশ নিতে ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। এর অন্যতম দল বিএনপি।

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৮ ১২:৪১ অপরাহ্ণ