অনলাইন প্রতিবেদক :
জাগৃতি প্রকাশনার প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার নির্ধারণ করেছেন আদালত। নতুন এ প্রতিবেদন দাখিলের তারিখ ১৬ জুলাই। বুধবার (০৭ জুন) দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ ছিল।কিন্তু তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল না করে সময় চান। আদালত আমলে নিয়ে নতুন এ দিন ঠিক করেন। দীপন হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামি বর্তমানে কারাগারে আছেন। আসামিরা হলেন- মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম। ২০১৫ সালের ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দীপনের স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলাটিমের ৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
দৈনিক দেশজনতা/ এমএইচ