আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে আবার বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। সোমবার দুপুরে হেরাট প্রদেশে একটি জামে মসজিদের গাড়ি পার্কিং এর জায়গার সামনে এ হামলা চালায় জঙ্গিরা। এ সময় ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়, আহত হয় প্রায় ২০ জন। আহতের সংখ্যা ১৬–র বেশি। হামলার সময় মসজিদে নামাজ পড়ছিলেন মুসল্লীরা। বোমা বিস্ফোরণের সাথে সাথে মুসল্লীরা মসজিদ ছেড়ে বেরিয়ে আসে।
পুলিশের মুখপাত্র আবদুল অহিদ ওয়ালিজাদা বলেছেন, গাড়ি পার্কিং এর জায়গায় বোমাটি রাখা হয়। তবে বিস্ফোরণে দ্বাদশ শতাব্দীতে তৈরি মসজিদটির কোন ধরণের ক্ষতি হয়নি। তিনি আরো জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনো কোন জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এই হামলার সঙ্গে আল কায়েদা জড়িত নয় বলে দাবী করেছেন সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ। এদিকে মঙ্গলবার সকালেই ভারতের রাষ্ট্রদূতের বাসভবনে সামনে রকেট হামলা চালিয়েছে জঙ্গিরা। তবে হামলায় কেউ হতাহত হয়নি। এ হামলারও কেউ দায় স্বীকার করেনি এখন পর্যন্ত।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

