নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষার সুযোগ ও পদ সৃষ্টির দাবিতে মহাখালীর স্বাস্থ্য অধিদফতর ঘেরাও করে রেখেছেন ডিপ্লোমা মেডিকেলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে তারা এ কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী নাঈম বলেন, ‘সবাই উচ্চশিক্ষা নিতে পারে কিন্তু আমরা কেন পারব না। সারাদেশের এক লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত।’
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-বঙ্গবন্ধুর প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা(১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে, মেডিকেল এডুকেশন বোর্ড অব বালাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে, ইন্টার্নশিপে ভাতা প্রদান করকে হবে, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ গ্রেড নিয়োগ ও বেসরকারি ক্লিনিক/হাসপাতালে ম্যাটস থেকে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করতে হবে।
শিক্ষার্থীদের দাবি না মানা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবে বলে জানালেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল খন্দকার ফাহিম।