২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:০৭

স্বাস্থ্য অধিদফতর ঘেরাও করেছে ডিপ্লোমা মেডিকেলের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষার সুযোগ ও পদ সৃষ্টির দাবিতে মহাখালীর স্বাস্থ্য অধিদফতর ঘেরাও করে রেখেছেন ডিপ্লোমা মেডিকেলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে তারা এ কর্মসূচি পালন করছেন।

 আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গতকাল সারাদেশে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের (ম্যাটস) শিক্ষার্থীরা। কর্মসূচিতে ৪০টি জেলার ১০০ জন শিক্ষার্থী গ্রেফতার ও ৫০০ শিক্ষার্থী আহত হন। যাদের পাঁচজনের অবস্থা গুরুতর।

আন্দোলনকারী শিক্ষার্থী নাঈম বলেন, ‘সবাই উচ্চশিক্ষা নিতে পারে কিন্তু আমরা কেন পারব না। সারাদেশের এক লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত।’

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-বঙ্গবন্ধুর প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা(১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে, মেডিকেল এডুকেশন বোর্ড অব বালাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে, ইন্টার্নশিপে ভাতা প্রদান করকে হবে, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ গ্রেড নিয়োগ ও বেসরকারি ক্লিনিক/হাসপাতালে ম্যাটস থেকে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করতে হবে।

শিক্ষার্থীদের দাবি না মানা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবে বলে জানালেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল খন্দকার ফাহিম।

প্রকাশ :মে ৪, ২০১৭ ৪:১১ অপরাহ্ণ