১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

জিপিএ-৫ এ ছেলেরা. পাসে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক:

সব বোর্ডে পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও ছেলেরা জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন। গতবছর পাসের হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ। গতবারের চেয়ে এ বছর পাসের হার কমেছে ৭ শতাংশ ৯৪ শতাংশ।

 অন্যদিকে, সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৬১ জন; যা গতবছর ছিল ১ লাখ ৯ হাজার ৭৬১। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে ৫ হাজার।

এবার ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৭৮ শতাংশ ও ছাত্রদের পাসের হার ৭৮ দশমিক ৯৩ শতাংশ।

ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৩ হাজার ৪৮৮ জন ও মেয়েদের মধ্যে ৫১ হাজার ২৭৩ জন।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন; গত বছর এ সংখ্যা ছিল ১৬ লাখ ৪৫ হাজার ২১০ জন।

এবার ১০ বোর্ডের মধ্যে ৮টি সাধারণ বোর্ডের ফলে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ।

 দ্বিতীয় অবস্থানে ঢাকা বোর্ড, পাসের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেছেন।

 

প্রকাশ :মে ৪, ২০১৭ ৪:০৫ অপরাহ্ণ