২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

মাঠে আঘাত পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন মেসি (ভিডিও)

সেভিলার বিপক্ষে শনিবার দিবাগত রাতে বার্সেলোনার ম্যাচে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ফুটবল জাদুকর লিওনেল মেসি। খেলার ১৭ মিনিটে সেভিলার মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাজকুয়েজের আঘাতে হাতে চোট পান তিনি। সেই চোট তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে আর্জেন্টাইন এই তারকাকে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিওনেল মেসিকে পাচ্ছে না বার্সেলোনা।

আঘাত পেয়ে ম্যাচের শুরুতেই মেসি ছিটকে গেলেও কাম্প নউয়ে সেভিয়ার বিপক্ষে লা লিগায় ৪-২ গোলে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা।

পরে মেসির ইনজুরির বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়, মেসির ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরা পড়েছে। এজন্য প্রায় ছয় ম্যাচ খেলতে পারবেন না ক্লাবটির অধিনায়ক।

আগামী বুধবার তারা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে। এর চার দিন পর ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে গতবারের লিগ চ্যাম্পিয়নরা।

http://https://youtu.be/XotMYunh7Gg

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৮ ১১:১২ পূর্বাহ্ণ