২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪৪

আজ মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন; ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক:
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন আজ। রবিবার সকাল থেকে ভোট দিচ্ছে দেশটির নাগরিকরা। বিরোধীরা এবারের নির্বাচনকে ‘গণতন্ত্রের জন্য গণভোট’ বলে উল্লেখ করছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমের ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (পিপিএম) এবং ইব্রাহিম মোহাম্মদ সোলিহের বিরোধী দলগুলোর যৌথ জোট।

এই নির্বাচনে প্রায় ২ লক্ষ ৬০ হাজার ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই নির্বাচনের মাধ্যমে চীন মালদ্বীপে তার প্রভাব আরো বাড়াতে চায়। অন্যদিকে ভারতের লক্ষ্য বেইজিং ঘেঁষা প্রেসিডেন্ট ইয়ামিনের জন্য নির্বাচনে বিপর্যয় সৃষ্টি করা।

এদিকে, এশিয়ান নেটওয়ার্ক ফর ইলেকশন (এএনএফআরইএল) জানিয়েছে, এই নির্বাচন স্বচ্ছ ও অবাধ হবে না। কারণ ইয়ামিন সরকার কঠোর আইনজারিসহ বিরোধিদের ওপর ধর-পাকড় চালাচ্ছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৮ ১০:৫২ পূর্বাহ্ণ