২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

ভুটানে তৃতীয়বারের মতো সাধারণ নির্বাচনের ভোট চলছে

আন্তর্জাতিক ডেস্ক:
ভুটানে শনিবার সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ করা হচ্ছে। ‘ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন’ হিসেবে পরিচিত দেশটিতে এই নিয়ে তৃতীয়বারের মতো সাধারণ নির্বাচন হচ্ছে।

দুটি শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও চীনের মাঝখানে হিমালয়ের পাদদেশে অবস্থিত ভুটানে সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আগামী ১৮ অক্টোরব গ্রহণ করা হবে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেরিং তোবগেই (৫২) নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসবেন।

তবে এক্ষেত্রে তার দল পিপল’স ডেমোক্র্যাটিক পার্টিকে (পিডিপি) প্রধান প্রতিপক্ষ ও ২০০৮ সালে অনুষ্ঠিত ভুটানের প্রথম নির্বাচনে বিজয়ী দল ড্রুক ফুয়েনসুম শোগপা (ডিপিটি) ও অপর দুটি দলের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।

আট লাখ জনসংখ্যা অধ্যুষিত ভুটানে টেলিভিশন এসেছে ১৯৯৯ সালে এবং মাত্র ২০০৮ সালে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ওই সময় দেশটির ‘ড্রাগন রাজা’ তার সর্বময় ক্ষমতায় কিছুটা ছাড় দেন।

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০১৮ ৫:১১ অপরাহ্ণ