১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

‘কঙ্গনা ঝামেলা পাকাতে ওস্তাদ’

বিনোদন ডেস্ক:
কাউকে পরোয়া করে চলেন না অনিলকন্যা সোনম কাপুর। কিছুটা খোলামেলা মন্তব্য করতেই পছন্দ তার। তাই যখন যা মুখে আসে বলে বসেন। অবশ্য এ কারণে বেশ সমস্যায়ও পড়তে হয়। এবার খোলামেলা মন্তব্য করে বসলেন অভিনেত্রী কঙ্গনাকে নিয়ে।

সম্প্রতি অনিতা শ্রফ আদজানিয়ার একটি টক শোয়ে হাজির হন সোনম। সেখানেই সহশিল্পীদের সম্পর্কে মন্তব্য করেন তিনি। যেমন, শাহিদ কাপুর ও আয়ুষ্মান খুরানাকে তিনি ‘মেন্টালি মার্ডার’ করতে চান বলে মন্তব্য করেন। কঙ্গনাকে বি-টাউনের ‘ট্রাবল মেকার’ বলে মন্তব্য করেন।

তবে সোনম খারাপ অর্থে কথাটি বলেনি বলেও পরে ব্যখ্যাও করেন। সোনম বিষয়টির ব্যাখ্যা করে বলেন, ‘সব সময় প্রথা ভেঙে নতুন কিছু করতে চান কঙ্গনা। আর তার জন্য তাকে সম্মান জানাতেই হয়।’

সোনমের কথায়, কঙ্গনা সবকিছুই নতুনভাবে, অন্যরকমভাবে করেন।

এর আগে বহুবার অবশ্য কঙ্গনার প্রসংশা করেন সোনম।

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০১৮ ৫:০৬ অপরাহ্ণ