ক্রীড়া ডেস্ক:
আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। এর আগে ৩১ সদস্যের যে প্রাথমিক দল নিয়ে ক্যাম্প শুরু হয়েছে সেখান থেকে এদিন ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে।
স্কোয়াডে সাকিব আল হাসান থাকবেন কি না সেটি নিয়ে জল্পনা-কল্পনা ছিলো। গতকাল হজ থেকে দেশে ফিরেছেন এই অলরাউন্ডার। হাতের অস্ত্রপচার এশিয়া কাপের আগে নাকি পরে হবে সেটি নিয়েই ছিলো দ্বিধা। অবশেষে তাকে রেখেই দল ঘোষণা করা হয়েছে। ফর্মহীনতা ও শৃঙ্খলাজনিত কারণে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন সাব্বির। আর ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজেকে মেলে ধরতে না পারায় ছিটকে গেছেন এনামুল। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার আরিফুল হক।
দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।