১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

জেলায় জেলায় সাংবাদিক নদী হত্যার প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট:
সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার নির্দিষ্ট জেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানবন্ধন করা হয়।

বৃহস্প্রতিবার বেলা ১১টার দিকে আশুলিয়া প্রেসক্লাবে এক মানববন্ধন করা হয়েছে। আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়ের সভাপতিত্বে মানববন্ধনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সুবর্ণা নদীর হত্যাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবী জানান।

এদিকে সুবর্ণা আক্তার নদীর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।

বৃস্পতিবার নগরীর সদর রোড টাউন হলের সামনে বরিশাল বিভাগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম ও অনলাইন মিডিয়াসহ গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

জামালপুরে নদীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার শহরের বকুলতলা মোড়ে জেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া সাগর-রুনী হত্যাকারীদের গ্রেফতার এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানান বক্তারা।

একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও জেলার গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আনন্দ টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধির আয়োজনে শহরের সমবায় মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৮ ৫:৩৯ অপরাহ্ণ