২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৩

আমরাই এগিয়ে থাকব : সাকিব

ক্রীড়া ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি। সেই ফরম্যাটেই এবার স্বাগতিকদের মোকাবেলা করতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল শুরু হচ্ছে দুদলের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। স্বাভাবিকভাবেই এতে পিছিয়ে থাকার কথা সফরকারীদের। তবে টাইগার দলপতি সাকিব আল হাসানের কণ্ঠে ভিন্ন সুর। বললেন এ সিরিজেও বাংলাদেশ এগিয়ে থাকবে।

দুই ম্যাচ টেস্ট সিরিজে চরম ভরাডুবির পর ওয়ানডেতে দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের। দাপট দেখিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়। এ নিয়ে দীর্ঘ ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয় টাইগারদের। তাতে আত্মবিশ্বাসে টইটুম্বুর তারা। এ কারণে টি-টোয়েন্টি সিরিজেও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এগিয়ে থাকবে বাংলাদেশ বলে মনে করেন সাকিব।

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমরা ভীষণ আশাবাদী। কারণ ওয়ানডেতে বেশ ভালো করেছি। দীর্ঘদিন পর দেশের বাইরে সিরিজ জয় আমাদের জন্য অবশ্যই বড় কিছু। ভালো খেলার একটা রসদ পেয়েছি। টি-টোয়েন্টি সংস্করণে তা কাজে আসবে। এ মুহূর্তে সবাই আত্মবিশ্বাসী। ভালো কিছু করতে যেটি খুবই দরকার। আশা করি, টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত কিছু করে দেখাতে পারব।

টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না ক্রিস গেইল। তার না থাকা স্বস্তি দিচ্ছে সাকিবকে। তার পরও ক্যারিবীয়দের শক্তিমত্তার প্রতি সমীহ দেখিয়েছেন সাকিব বলেন, এ ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ খুবই শক্তিশালী দল। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। কেবল গেইল নন, গেইল আসল বিপদ নন বাংলাদেশের জন্য। তাদের দলে আরও অনেকেই আছেন, যারা মুহূর্তেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাদের বিপক্ষে জেতা একটু কঠিনই বটে। তবে ওয়ানডেতে ওদের বিপক্ষে আমরা ভালো করেছি। আমি বিশ্বাস করি, সেরা ক্রিকেট খেলতে পারলে সিরিজ জয় সম্ভব।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ছয়বার মুখোমুখি হয়েছে দুদল। বাংলাদেশ জিতেছে দুটিতে এবং ওয়েস্ট ইন্ডিজ তিনটিতে। একটি পরিত্যক্ত। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগামীকাল ভোর সাড়ে ৬টায় গড়াবে দুদলের সপ্তম লড়াই।

প্রকাশ :জুলাই ৩১, ২০১৮ ২:০০ অপরাহ্ণ