৬ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:০৬
সংগৃহীত ছবি

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবিতে ফার্মগেটে অবস্থানকারী শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে সেখান থেকে চলে যান।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সড়ক ছেড়ে চলে গেছে। এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছি।

প্রকাশ :জুলাই ৩১, ২০১৮ ১:৪৭ অপরাহ্ণ