২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬
মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে সাড়া দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৮ পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

জাবি সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ের পাশে একটি আমড়া গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

কর্মসূচি উদ্বোধনের পর কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, “বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ছে। যার কারণে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। এ কারণে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদও বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী ৩০ লক্ষ শহীদের স্মরণে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন স্থানে গাছ লাগানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাবি সাংবাদিক সমিতি বৃক্ষরোপণ করছে। আমি মনে করি এ রকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো কাবর্ন নিঃসরণে বড় ধরণের ভূমিকা রাখবে।”

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ বলেন, “গাছপালা কমে যাওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। এ কারণে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও করতে হবে।”

জাবি সাংবাদিক সমিতির সভাপতি নুর আলম হিমেল বলেন, “যে হারে গাছ কাটা হচ্ছে, সে হারে গাছ লাগানো হচ্ছে না। এ কারণে তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। যে গ্রাম এক সময় সবুজ শ্যামল ছিল, সেই গ্রামেও এখন তীব্র গরমে টিকে থাকা দায় হয়ে পড়েছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমরা আশা রাখি আমাদের দেখাদেখি দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে এবং মানুষ বেশি বেশি করে গাছ লাগাবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম (সেলিম), জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সালাম সাকলাইন, উপ-পরিচালক আহমেদ সুমনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশ :জুলাই ২৮, ২০১৮ ৩:৩১ অপরাহ্ণ