জেলা সংবাদদাতা:
আগামী ৩০ জুলাই (সোমবার) রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে তিন সিটি এলাকার নিরাপত্তায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ জুলাই) দুপুরে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনী এলাকায় ১৫ প্লাটুন, বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১৫ প্লাটুন এবং সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ৪৪ প্লাটুন বিজিবি সদস্য তিন সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
তাছাড়া তিন সিটি করপোরেশন এলাকায় অতিরিক্ত ৪ প্লাটুন করে বিজিবি সদস্য রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজনে আরও বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।