২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:২৮

অস্ত্র তৈরিতে স্বনির্ভরতা অর্জন করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

সামরিক সরঞ্জাম তৈরিতে ইরান স্বনির্ভরতা অর্জন করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি। সোমবার ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিশ্ব কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

হোসেইন খানযাদি বলেন, ইরান প্রায় সব ধরনের সামরিক নৌযান নির্মাণ, মেরামত ও তত্ত্বাবধানের সক্ষমতা অর্জন করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই একটি সাবমেরিন এবং দুটি ডেস্ট্রয়ার ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগে যুক্ত হবে বলে তিনি জানান। ইরানের এই নৌ কমান্ডার বলেন, ইরানের অর্জিত সাফল্য ও অর্জন মধ্যপ্রাচ্যের সব দেশের জন্য কল্যাণকর এবং তা গোটা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টায় ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুতর আরোপ করেন রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৯, ২০১৮ ১২:৩৩ অপরাহ্ণ