স্পোর্টস ডেস্ক:
আইপিএলে শেষ করে ঢাকায় ফিরলেন সাকিব আল হাসান। সোমবার দুপুরে মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। আর দেশে ফিরেই বিমানবন্দরে সাংবাদিকদের সামনে আসলেন আইপিএল মাতানো এই তারকা।
আইপিএলে হয়েও হলো না সাকিবের হ্যাটট্রিক শিরোপা ছোঁয়া। রবিবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে স্বপ্ন ভাঙ্গে শিরোপার। তবে গোটা আসর খুব একটা খারাপ কাটেনি তার।
পুরো সফর কেমন কাটলো এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন,‘ভালোই কেটেছে। সব ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। তবে আমার রানটা একটু কম হয়ে গেছে। আরও রান করতে পারলে ভালো লাগতো।’
আগামীকাল আফগান সিরিজের জন্য দেশ ছাড়বে টাইগাররা। আর আসন্ন সিরিজে প্রতিপক্ষ মূল্যায়নে আফগানিস্তানকেই ফেবারিট মানছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। এই বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন,‘ আসলে টি-টোয়েন্টি ফরমেটে যে কোনো দিন যে কেউ হেরে যেতে পারে। এই ফরমেটের প্রতিটি সময়ই অনিশ্চয়তা। তবে আফগানিস্তান আমাদের চেয়ে যেহেতু র্যাংকিংয়ে দুই ধাপ আগে, সেক্ষেত্রে তারাই এই সিরিজে ফেবারিট।’
আসন্ন সিরিজে বাংলাদেশের জন্য বড় আতঙ্কের নাম রশিদ খান। কেননা টি-টোয়েন্টিতে রশিদই এখন বিশ্ব সেরা বোলার। তবে রশিদকে নিয়ে বেশ একটা ভাবছেনা না সাকিব আল হাসান।
রশিদ সম্পর্কে সাকিব বলেন,‘আসলে আন্তর্জাতিক ক্রিকেটে সবাই মোটামুটি ভালো পারফরমার। এর মাঝে কাউকে নিয়ে খুব বেশি আলোচনার কিছু নেই। আমার মনে হয়, রশিদ খানকে নিয়ে বেশ কথা হচ্ছে। তবে তার বিষয়ে আমার মনে হয় না, আলাদা করে কোনো কিছু বলার দরকার আছে।’
দৈনিক দেশজনতা/ টি এইচ