১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

আজ ঢাকায় আসছেন থাই রাজকন্যা

নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন থাই রাজকন্যা মাহা চাক্রি শিরিনধর্ণ। সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার বিকালে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

থাই রাজকন্যা বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেবেন।

তার এই সফরে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরত্ব পাওয়ার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে আলোচনার কথা রয়েছে।

এর আগে ২০১০ এবং ২০১১ সালে বাংলাদেশ  সফরে এসেছিলেন রাজকন্যা মাহা চাক্রি।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৮, ২০১৮ ৩:১১ অপরাহ্ণ