আন্তর্জাতিক ডেস্ক:
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করে রাশিয়া সফর শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২১ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করতে সোচিতে পৌঁছেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, এদিনই সোচিতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি। আর বৈঠকে আলোচনা হবে ভারত-রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ককে কেন্দ্র করে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এবং ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার প্রভাবসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়, মোদি-পুতিন বৈঠকে প্রতিরক্ষা চুক্তির ইস্যুগুলো প্রাধান্য পাবে। রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস-৪০০ ট্রায়াম্ফ সিস্টেম ও একটি মিসাইল অ্যারে কেনার পরিকল্পনা করছে ভারত। গোটা চুক্তিতে ৬০০ কোটি ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। চূক্তিগুলো এমন সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জামাদি কেনা নিয়ে মিত্রদের হুঁশিয়ারি দিয়ে রেখেছে।
আরেক ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতসহ বন্ধু রাষ্ট্রদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে উল্লেখযোগ্য কিছু কেনার আগে তাদেরকে যুক্তরাষ্ট্রের অবরোধের কথা মাথায় রাখতে হবে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক মুখ্য উপ সহকারী মন্ত্রী টিনা কাইদানো বলেন, ‘আমি আশা করছি যে কেবল ভারতই নয়, আমরা যাদের সঙ্গে জড়িত তাদের সবাইকে বুঝতে হবে যে রাশিয়ার কাছ থেকে বড় ধরনের প্রতিরক্ষা ক্রয় করা হলে সে বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে মুল্যায়ন করবো। কারণ আমাদের বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। অবশ্য, ভারতও বলে দিয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে তারা কোনও তৃতীয় দেশের নির্দেশনা অনুমোদন করবে না।
দৈনিক দেশজনতা/ টি এইচ