২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২৬

শেষ ম্যাচেও জয় পেলো না রিয়াল

স্পোর্টস ডেস্ক:      

লা লিগার আগের ৩৭ রাউন্ডের চিত্রই যেনো ফুটে উঠলো রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচেও। পুরো লিগ জুড়ে প্রথমার্ধে দুর্দান্ত খেলে দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলাটা নিয়মে পরিণত করেছিল জিনেদিন জিদানের দল। সেই ধারাবাহিকতা বজায় রেখে লিগে নিজেদের শেষ ম্যাচে ভিলারিয়ালের সাথে ২-২ গোলে ড্র করেছে তারা। ফলে তৃতীয় স্থানে থেকেই লিগ শেষ করতে হলো রোনালদো-বেনজেমাদের।

অথচ ভিলারিয়ালের মাঠে শুরু থেকে দুর্দান্ত খেলেছে সফরকারী রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১১তম মিনিটেই দলকে লিড এনে দেন ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল। ডি বক্সের মধ্যে ৪-৫ জন ডিফেন্ডারের মাঝেও ফাঁকায় বল পেয়ে যান বেল। ঠাণ্ডা মাথার নিখুঁত ফিনিশিংয়ের ম্যাচের প্রথম গোলটি করেন তিনি। পিছিয়ে পড়ে আক্রমণের ধাঁর বাড়িয়ে দেয় ভিলারিয়াল।

কিন্তু ৩২তম মিনিটে উল্টো ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো ক্রসে দুর্দান্ত এক হেডে গোলটি করেন তিনি। রিয়ালের জার্সি গায়ে এটি রোনালদোর ৪৫০তম গোল। বিরতিতে যাওয়ার আগে ভিলারিয়ালের এক ডিফেন্ডারের গায়ে লেগে একটুর জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায় ইসকোর রকেট গতির শট।

প্রথমার্ধে দুর্দান্ত খেলা রিয়াল খেই হারিয়ে ফেলে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬৭তম মিনিটে ব্যবধান কমানোর মোক্ষম সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু উনালের হেড ঠিক গোল লাইন থেকে ফিরিয়ে দিয়ে সে যাত্রায় নিজ দলকে রক্ষা করেন রিয়াল অধিনায়ক সার্জিও র‍্যামোস। তবে মিনিট চারেক পর আর রক্ষা পায়নি রিয়াল। কলম্বিয়ান ফরোয়ার্ড রজার মার্টিনেজের গোলে ব্যবধান কমায় ভিলারিয়াল। আর ম্যাচের ৮৫তম মিনিটে সমতাসূচক গোলটি করেন ফরাসি মিডফিল্ডার সামু কাস্তেইহো। ২-২ গোলের সমতায়ই শেষ হয় ম্যাচটি।

এর ফলে লিগের ৩৮ ম্যাচ শেষে ২২ জয়, ১০ ড্র এবং ৬ পরাজয়ে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে যায় রিয়াল। এক ম্যাচ করে কম খেলা বার্সেলোনা ৯০ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ ৭৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২০, ২০১৮ ১২:৪৫ অপরাহ্ণ