২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪২

স্বামীর পদবি জুড়ে দেয়ায় সমালোচনার মুখে সোনম

বিনোদন ডেস্ক:

বিয়ের আগে সোনম কাপুর নিজেকে ‘নারীবাদী’ হিসেবেই বেশি পরিচয় দিয়েছেন। নারীর নামের সঙ্গে স্বামীর পদবি জুড়ে দেয়ার ক্ষেত্রে তিনি ছিলেন ঘোরবিরোধী। কিন্তু বিয়ের পর দেখা গেল ভিন্নচিত্র। বিয়ের পর সোনম কাপুর ইনস্টাগ্রামে নিজের নাম এখন লিখছেন ‘সোনম কাপুর আহুজা’।

সোনমের এমন কাণ্ডে সমালোচনা করেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সোনম কাপুরের এ ভূমিকাকে নেতিবাচক হিসেবে দেখছেন তারা।

অনেকেই সরাসরি প্রশ্ন করেছেন, সোনম কীভাবে সেই পিতৃতান্ত্রিক রীতি মেনে নিজের পদবির সঙ্গে স্বামীর পদবি জুড়েছেন?

এদিকে সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজাও নিজের নাম বদলে ফেলেছেন। নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন স্ত্রীর নাম। তিনি এখন লিখছেন ‘আনন্দ এস আহুজা’। তার মানে ‘আনন্দ সোনম আহুজা’।

তবে সব সমালোচনার কড়া জবাব দিয়েছেন সোনম কাপুর। তিনি প্রশ্ন করেছেন, নারীবাদী শব্দের প্রকৃত অর্থ কী? আর তার নামের শেষে যে কাপুর পদবি আছে, সেটিও তার বাবার, যিনি একজন পুরুষ। বাবার পদবি যদি তিনি রাখতে পারেন, তা হলে আহুজা পদবি ব্যবহারে সমস্যা কী?

সোনম কাপুর সবাইকে জানিয়ে দেন, তিনি স্বেচ্ছায় নিজের পদবি বদলেছেন।

সমালোচকদের কাছে তিনি এও জানতে চেয়েছেন, আনন্দ আহুজা যে এখন নিজের নাম বদলেছেন, তা নিয়ে কেন কেউ কিছু বলছে না?

৮ মে বলিউড তারকা সোনম কাপুরের সঙ্গে তার অনেক দিনের প্রেমিক ব্যবসায়ী আনন্দ আহুজার বিয়ে হয়। সোনমের খালা ও ইন্টেরিয়র ডিজাইনার কবিতা সিংয়ের রকডেল বাংলোয় তাদের বিয়ে হয়েছে শিখ রীতি অনুসারে। সেদিন রাতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয় মুম্বাইয়ের পাঁচতারকা লীলা হোটেলে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

 

প্রকাশ :মে ১৮, ২০১৮ ৫:০৩ অপরাহ্ণ