আন্তর্জাতিক ডেস্ক:
পার্লামেন্ট থেকে অযোগ্য ঘোষিত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। ইসলামাবাদ হাই কোর্টের একটি তিন-বেঞ্চের সদস্য বৃহস্পতিবার এক রায়ে তাকে অযোগ্য ঘোষণা করেন। পার্লামেন্টের কাছ থেকে সদস্যপদ ঘোষণার সময় ফাকি দেয়ার দায়ে এই রায় দিয়েছেন আদালত। রায় অনুসারে, এখন থেকে কোন সরকারি পদের দায়িত্বে থাকতে পারবেননা আসিফ। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, কয়েকদিন আগেই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আজীবনের জন্য পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়। এরপরই বৃহস্পতিবার তার দলের জ্যেষ্ঠ সদস্য, ঘনিষ্ঠ সহযোগী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে অযোগ্য ঘোষণা করা হল।
তবে আসিফ কি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে আসিফ জানান, তিনি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন।
দৈনিক দেশজনতা/ টি এইচ