নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মিডটার্ম পরীক্ষায় ভর্তি জালিয়াতিতে অভিযুক্তদের সঙ্গে বসে পরীক্ষা দিতে সাধারণ শিক্ষার্থীদের বাধ্য করলেন ঢাবি’র সহকারী প্রক্টর মাইনুদ্দিন মোল্লা।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিভাগের ৫ম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায় এমন ঘটনা ঘটে বলে জানা যায়।
বিভাগ সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিট পর ভর্তি জালিয়াতিতে অভিযুক্তরা পরীক্ষা হলে প্রবেশ করলে সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেন। তখন ঢাবি’র সহকারী প্রক্টর সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে, সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউটের অন্য বর্ষের শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করার ঘোষণা দেয়।
চলতি বছরের ৯ জানুয়ারি একটি তদন্ত রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি জালিয়াতিতে জড়িত ১৫ জন শিক্ষার্থীর নাম আসে। এদের মধ্যে সমাজকল্যাণ বিভাগের পাঁচজন অভিযুক্ত ছিল। তারা হলো, বঙ্গবন্ধু হলের হাসিবুর রশীদ শাওন, মুহসীন হলের মেহেদী, জিয়া হলের গালিব, জগন্নাথ হলের সৌভিক ও এফ রহমান হলের রাকিবুল।
বিভাগের শিক্ষার্থীদের দাবি, ভর্তি জালিয়াতিতে যারা অভিযুক্ত তাদের সাথে আমরা ক্লাস করবো না, পরীক্ষায়ও বসবো না। অতিদ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
দৈনিক দেশজনতা/ টি এইচ