২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩৯

হ্যানিম্যানের জন্মজয়ন্তী আলোচনা সভায় হোমিও ডাক্তারদের ৮ দফা পেশ

নিজস্ব প্রতিবেদক:

হোমিওপ্যাথির জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৪তম জন্মজয়ন্তী উদযাপন ও আলোচনা সভায় ৮ দফা দাবি পেশ করেছে হোমিও ডাক্তাররা।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সভায় বাংলাদেশ (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশনের সভাপতি ডা. রিয়াজউদ্দিন রাজু এ ৮ দফা দাবি পেশ করেন।

সরকারের কাছে পেশ করা দাবিসমূহ হলো— চার বছরের ডিপ্লোমা ও ছয় মাসের ইন্টার্নিসহ ডিএইচএমএস কোর্সের মান স্নাতক বিজ্ঞান সমমান ডিগ্রি ঘোষণা, জাতীয় বাজেটের স্বাস্থ্য খাতে বরাদ্দ ১০ ভাগ টাকা হোমিওপ্যাথি চিকিৎসা খাতে বরাদ্দ দিতে হবে, ইন্টার্নি ডাক্তারদের ভাতা ৩ হাজার টাকা করতে হবে, ছাত্রদের ভর্তি ও রেজিস্ট্রশন এবং চিকিৎসক রেজিস্ট্রশন অনলাইনে যুক্ত করতে হবে, ডিএইচএমএস কোর্সের সিলেবাস উন্নয়ন করা এবং চিকিৎসা বিজ্ঞানভিত্তিক শিক্ষা চালু করা, ডিএইচএমএস চিকিৎসকদের সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান, হোমিওপ্যাথিক বোর্ড ও বোর্ডের অধীনে মেডিকেল অফিসার পদে চাকুরির ব্যবস্থা করতে হবে, হোমিওপ্যাথি বোর্ডের পরিচালনা কমিটিতে ডিএইচএমএস শিক্ষক/চিকিৎসক প্রতিনিধি নিয়োগ বোর্ড পরিচালনা কমিটি গঠন করতে হবে এবং হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়নে একটি সরকারি ইনস্টিটিউট/একাডেমি প্রতিষ্ঠা করতে হবে।

বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশনের সভাপতি ডা. রিয়াজউদ্দিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৭, ২০১৮ ৬:৩০ অপরাহ্ণ