২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩৬

এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক:

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়েই ওয়েম্বলি ছাড়ে ম্যানইউ। টটেনহাম হটস্টারকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে হোসে মরিনহোর শিষ্যরা।

ম্যানইউর ফাইনালে প্রতিপক্ষ কে হচ্ছে তা ঠিক হবে আজ। চেলসি ও সাউদাম্পটন আজ মাঠে নামছে দ্বিতীয় সেমিফাইনালে। বিজয়ী দল খেলবে ১৮ মের ফাইনালে। এফ এ কাপে ম্যানইউর জয়ের রেকর্ড বেশ সমৃদ্ধ। ১৯ বার ফাইনাল খেলে ১২ বারই জিতেছে রেড ডেভিলরা। সবশেষ শিরোপা পেয়েছিল ২০১৫-১৬ মৌসুমে। পাশাপাশি জোসে মরিনহোর ফাইনাল ভাগ্যও দারুণ। ষষ্ঠবারের মতো ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতার ফাইনালে উঠেছে তার দল। আগের পাঁচ আসরেই মরিনহো শিষ্যরা জিতেছেন শিরোপা। এবার ছয়ে ছয় লক্ষ্য মরিনহোর।

ওয়েম্বলিতে শনিবার রাতে ম্যাচের ১১ মিনিটেই ডেল্লে আলির গোলে পিছিয়ে পড়েছিল ম্যানইউ। সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলে সফরকারীরা। ১৩ মিনিটের ব্যবধানে গোলে দেখা পায় তারা।  পল পগবার ১৪ গজ দূর থেকে দেওয়া ক্রসে হেড দিয়ে গোল করেন অ্যালেক্সিস সানচেস। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ম্যানইউর জয়সূচক গোলটা আসে ৬২ মিনিটে। আন্দের এরেরার গোল ম্যানইউকে পাইয়ে দেয় এফএ কাপের ফাইনালের টিকেট। বাকিটা সময় আধিপত্য ধরে রাখে তারা। হ্যারিকেনরা পাননি কাঙ্খিত গোলের দেখ

দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১০:৫৭ পূর্বাহ্ণ