স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক ছাড়িয়েছেন গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এবার ৩০০ উইকেট ছুঁতে দরকার শুধু ১ উইকেট। সেটি শিকার করতে পারলেই অনন্য রেকর্ডের রাজ্যে ঢুকে যাবেন সাকিব আল হাসান। ইডেন গার্ডেনসে ব্যাট-বল হাতে সমান উজ্জ্বল ছিলেন সাকিব। দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে নেমে করেন ২১ বলে ২৭ রান। সেই সুবাদে ৪ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন বিশ্বসেরা অলরাউন্ডার। চমৎকার বোলিংয়ে ৪ ওভারে ২১ রান খরচায় নেন ২ উইকেট। ২৯৯ উইকেট নিয়ে এ মুহূর্তে অভিজাত এক ক্লাবে ঢোকার দ্বারপ্রান্তে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন সাকিব। আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে লড়বে তার দল। আশা করা যায়, এ ম্যাচেই মাইলফলকটি ছুঁয়ে ফেলবেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত মাত্র একজনই ৪ হাজার রান ও ৩০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন। তিনি ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৩৭৭ ম্যাচে তার রান ৫ হাজার ৫৮২। ঝুলিতে আছে ৪১৩ উইকেট। টি-টোয়েন্টিতে এ ক্যারিবিয়ানই সর্বোচ্চ উইকেট শিকারি।
অবশ্য ব্রাভোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে সাকিবের। এখন পর্যন্ত ২৫৭ ম্যাচ খেলেছেন তিনি। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তাকে ছাড়িয়ে যাবেন টাইগার অলরাউন্ডার।
দৈনিকদেশজনতা/ আই সি