২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৪৩

ইরানে মার্কিন সাইবার হামলা

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

হ্যাকাররা ইরানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের তথ্য কেন্দ্রে সাইবার হামলা চালিয়েছে বলে জানায় ইরানের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এ সময় হ্যাকররা দেশটির ওয়েবসাইট গুলোতে সতর্ক বার্তাসহ যুক্তরাষ্ট্রের পতাকার ছবি কম্পিউটার স্ক্রিনে রেখে যায়। সতর্ক বার্তায় লিখে ছিল, ‘আমাদের নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করো না’।

ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনাকে জানায়, এ সাইবার হামলায় দৃশ্যত বিশ্বের প্রায় দুই লাখ রাউটার ব্যাপক ভাবে আক্রান্ত হয়। এর মধ্যে ইরানের রয়েছে তিন হাজার ৫০০টি। হ্যাকাররা ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে এ হামলা চালিয়ে পুরো নিয়ন্ত্রণ নেয় এবং ব্যবহারকারীদের সংযোগ বিচ্ছন্ন করে দিতে সক্ষম হয় বলেও বিবৃতিতে জানানো হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ১২:০৪ অপরাহ্ণ