২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে আগুন: নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আর এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কমপক্ষে ৪ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে নিউইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগ।

বিবিসি এক খবরে জানিয়েছে, ট্রাম্প টাওয়ারের ৫০তম তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে বাড়ি ও অফিস রয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টাওয়ারের উপর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই ভবনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বাড়ি ও অফিস রয়েছে। তবে তিনি এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।

এদিকে আগুন লাগার ৪৫ মিনিট পর একটি টুইট করেন ট্রাম্প। তিনি বলেন, ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। তাই তিনি নির্ভার রয়েছেন। মিডটাউন ম্যানহাটন বিল্ডিং-এর চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও বিবিসির খবরে বলা হয়েছে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের এক মুখপাত্র বলেন, তিনি ও তার ছেলে ব্যারন এই মুহূর্তে ওয়াশিংটনে আছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ৯:৩৯ পূর্বাহ্ণ