২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১৫

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশই করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

ক্রিস গেইল, জেসন হোল্ডারসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড় পাকিস্তান যেতে রাজি হননি। তাই অনভিজ্ঞ একটি দল নিয়ে পাকিস্তানে টি-টুয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর দুর্বল এ ক্যারিবিয়ান দলটি এ সংস্করণের র‌্যাঙ্কিংরের শীর্ষদল পাকিস্তানের বিপক্ষে শেষমেশ হোয়াইটওয়াশেরই শিকার হল।

মঙ্গলবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ৮ উইকেটে হেরেছে সফরকারীরা। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। আর সিরিজ সেরা হয়েছেন বাবর আজম।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার চ্যাডউইক ওয়ালটনকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে অ্যান্ড্রু ফ্লেচার ও মারলন স্যামুয়েলস মিলে ৭২ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩১ রানে স্যামুয়েলস আউট হয়ে গেলে বিপদে পড়ে সফরকারীরা। ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। ফ্লেচার ৪৩ বলে ৫২ রান করে আউট হন। এরপর দিনেশ রামদিনের ১৮ বলে ৪২ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে লড়াই করার মতো পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন শাদাব খান।

জবাবে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তুলে ম্যাচটি জিতে নেয় পাকিস্তান। ফখর জামান ৪০ রান করেন মাত্র ১৭ বল খেলে। বাবর আজমের ৫১ রান এসেছে ৪০ বলে। এছাড়া হুসাইন তালাত ২৮ বলে ৩১ ও আসিফ আলি ১৬ বলে ২৫ করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রায়াদ এমরিত ও ওডেন স্মিথ।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : ১৫৩/৬ (২০ ওভার) (ফ্লেচার ৫২, স্যামুয়েলস ৩১, জেসন ১৩, রামদিন ৪২*; শাদাব ২/২৭)।

পাকিস্তান : ১৫৪/২ (১৬.৫ ওভার) (ফখর ৪০, বাবর ৫১, তালাত ৩১*, আসিফ ২৫*; এমরিত ১/২৪, স্মিথ ১/৩৮)।

ফলাফল : পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : ফখর জামান।

ম্যান অব দ্য সিরিজ : বাবর আজম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১০:১২ পূর্বাহ্ণ