২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:১১

ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক:

ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা ১০ ম্যাচে গোল করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড। ফুটবলে বয়সকে আগাগোড়াই বাধা হিসেবে দেখা হয়েছে। কিন্তু সেই পথেও নতুন দিগন্তের সূচনা করতে চলেছেন রিয়াল মাদ্রিদ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৪ বছর বয়সে এসে ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন এই পর্তুগীজ। সর্বশেষ ১২ ম্যাচে ২৩ বার প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছেন! যা সত্যিই এক বিস্ময়!
গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসকে তাদের ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। জোড়া গোল করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের সেমিফাইনালে ওঠা অনেক নিশ্চিত।
শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ইসকোর পাস থেকে বল জালে পাঠান রোনালদো। এরমধ্যে দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন এই তারকা স্ট্রাইকার। ৬৩তম মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন মার্সেলো। এই গোলেই জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় অতিথিদের।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১০:০৮ পূর্বাহ্ণ