২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৩৩

কুয়েতে আবারো বাংলাদেশীদের নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপণ

নিজস্ব প্রতিবেদক :

কুয়েতে আবারো ২০ ও ১৮ নং ভিসায় বাংলাদেশীদের জন্য নিষিদ্ধের সুস্পষ্ট ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কুয়েতের রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল তালাল মারাফী। তিনি বাংলাদেশী প্রবাসীদের বিষয়ে বলেন, বাংলাদেশী শ্রমিকরা শুধু কুয়েতে সরকারি চুক্তির ভিত্তিতে অথবা খামার শ্রমিকের কাজে আসতে পারবে।
তিনি আরো বলেছেন, জিটিসিভুক্ত যে কোনো দেশ থেকে যে সব প্রবাসী বাংলাদেশী বহিষ্কার হয়েছেন তারা কুয়েতে কোনোভাবেই প্রবেশ করতে পারবেনা। বহিষ্কৃতদের রুখতে তাদের ডাটাবেজের আওতায় আনতে জি সি সি দেশ গুলোর সাথে চুক্তি করা হয়েছে।
ওই প্রজ্ঞাপণে সতর্ক করে বলা হয়, এখন কুয়েতে সাধারণ ক্ষমা চলছে। ভিসা জটিলতায় যারা অবৈধ হয়ে রয়েছে তারা এই সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে দেশ ছাড়লে ভালো করবে। তার পরও যদি কোনো শ্রমিক কুয়েতে থেকে যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ ক্ষমার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে পরেই এদের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানো হবে। এই সব প্রবাসীদের যারা জায়গা দিবে কিংবা চাকরি করার সুযোগ দিবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রজ্ঞাপণের মাধ্যমে হুশিয়ার করে দিয়েছেন তালাল আল মারফি।
মেজর জেনারেল মারফী বলেন, অ্যামনেস্টির মেয়াদ শেষ হওয়ার পর গ্রেফতার হওয়া রেসিডেন্সি আইন ভঙ্গকারীকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে। তারা জিটিসি অন্তর্ভুক্ত কোনও দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পরে পরেই কুয়েতের আনাচে কানাচে ব্যাপক গ্রেফতারি অভিযান শুরু করা হবে।
মেজর জেনারেল মারফি বলেছেন, ২০ ও ১৮ নং ভিসায় যে কয়েকটি দেশের নারী শ্রমিকদের কুয়েতে আসা নিষিদ্ধ করা হয়েছে সে দেশগুলি হলো কেনিয়া, উগান্ডা, নাইজেরিয়া, টোগো, ইথিওপিয়া, সেনেগাল, মালাউই, ভুটান, চাদ, সিয়েরা লিয়ন, নাইজার, তানজানিয়া, গিনি, ঘানা, জিম্বাবুয়ে, মাদাগাস্কার এবং ইন্দোনেশিয়া।
সম্প্রতি ফিলিপিনো নারী শ্রমিকদের কুয়েতে না যাওয়ার যে ঘোষণা ফিলিপিন সরকার দিয়েছিলো তা কুয়েত সরকারের সাথে আলাপ আলোচনায় এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে। এই চুক্তির ফলে কুয়েতে ফিলিপিনো শ্রমিকদের প্রবেশের আর কোনো বাধা রইলোনা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ৯:৩৩ অপরাহ্ণ