নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার রাজনৈতিক কারনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানকে আদালতের মাধ্যমে দন্ড দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা সাজানো ও বানোয়াট মামলায় সাজা দিয়েছে সরকার।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনামতে বিএনপি পরবর্তীতে কঠোর আন্দোলনের পদক্ষেপ নেবে।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, সরকারপক্ষ কোনোভাবেই প্রমাণ করতে পারেনি যে বেগম খালেদা জিয়া ‘জিয়া অরফানেজ ট্রাষ্ট’-এর যে টাকা এসেছে তার সাথে বেগম খালেদা জিয়া কোনোভাবে সংশিষ্ট ছিলেন। এটা কোনোভাবেই আদালতে সরকার প্রমাণ করতে পারে নাই। আদালতের রায়ে বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় সাজা দেয়া হয়নি, তাঁকে সাজা দেয়া হয়েছে প্যানাল কোড অনুযায়ী বলে তিনি মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক টাকাও তসারুফ করেননি দূর্নীতি দমন কমিশন (দুদক) তা প্রমান করতে পারেনি। জিয়া অরফানেজ ট্রাষ্ট- এর ২ কোটি ৩৩ লাখ টাকাতো আত্মসাৎ করেনইনি বরং তা বেড়ে ৬ কোটিতে রুপান্তর হয়েছে। সম্পুর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার মুক্তিতে বাধা দেয়া হচ্ছে।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আপনারা কেউ হতাশ হবেন না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে অচিরেই মুক্ত হয়ে আসবেন। আ.লীগের মেয়াদকাল ফুরিয়ে আসছে।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ২০ দলীয় জোটনেতা এ্যাডভোকেট গরীবে নেওয়াজ, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি নেতা মেজর (অবঃ) আকতারুজ্জামান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মো. ফারুক রহমান, এস এম ইউসুফ আলী, পিরোজপুর জেলা সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, হুমায়ুন কবীর, অর্থসম্পাদক মো. আল আমিন, ছাত্রমিশন সহ সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
সভায় লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের পিতা মাস্টার মো. ইসমাইল হোসেনের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দৈনিক দেশজনতা/এন এইচ