২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২৭

স্মার্টফোনের বিক্রি কমেছে

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

পৃথিবীতে স্মার্টফোনের বিক্রি কমেছে ০.৫ শতাংশ। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আইডিসির তথ্য মতে, ২০১৭ সালে সারা পৃথিবীতে স্মার্টফোনের শিপমেন্ট কমেছে ০.৫ শতাংশ। প্রতিবেদন বলছে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে স্মার্টফোনের শিপমেন্ট কমেছে।  আইডিসির প্রতিবেদন বলছে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ১.৪৬ বিলিয়ন স্মার্টফোনের শিপমেন্ট কমেছে।

বাজার গবেষণা সংস্থাটির গবেষকরা পূর্বানুমান করেছেন আগামী পাঁচ বছরের মধ্যে স্মার্টফোন শিপমেন্টের গ্রোথ বাড়বে ২.৮ শতাংশ। ২০২১ সাল নাগাদ স্মার্টফোন বিক্রির সংখ্যা দাঁড়াবে ১.৬৮ বিলিয়ন। আইডিসির প্রোগ্রাম ভিডি রায়ান রেইত জানিয়েছেন, ২০১৭ সালে চীনে স্মার্টফোনে শিপমেন্ট কমেছে ৫ শতাংশ। যেখানে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে কমেছে ৩.৫ শতাংশ। যদিও যুক্তরাষ্ট্রের বাজার স্থিতিশীল রয়েছে।

বাজার গবেষণা সংস্থাটি এও জানিয়েছে ২০১৭ সালের স্মার্টফোনের বাজারে অ্যানড্রয়েড ফোনের আধিক্য ছিল। এর মার্কেট শেয়ার ছিল ৮৫.১ শতাংশ। অন্যদিকে আইওএস ডিভাইসের(আইফোন) মার্কেট শেয়ার ছিল ১৪.৮ শতাংশ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ১১:০৫ পূর্বাহ্ণ