আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায় ১২ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে।
হামলাকারী সন্দেহে ১৯ বছর বয়সী নিকোলাস ক্রুজ নামে স্কুলটির সাবেক এক ছাত্রকে আটক করেছে পুলিশ। তাঁকে এক সময় ওই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
নিকোলাস ক্রুজ গুলিভর্তি বন্দুক নিয়ে স্কুলের ভেতরে ঢোকার আগে বাইরে গুলি চালান। এতে তিনজন নিহত হয়। পর তিনি স্কুলের ভেতরে ঢোকেন। সেখানে ১২ জনকে গুলি চালিয়ে হত্যা করেন তিনি। এদের সবাই শিক্ষার্থী বলে ধারণা করছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও দুজন। আহত ছয়জনের মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তবে, আহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক দেশজনতা/এন এইচ