২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩৫

রোনাল্ডোর চেয়ে লিওনেল মেসিকে রোখা কঠিন : সিলভা

স্পোর্টস ডেস্ক:

ঘনিয়ে আসছে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) প্রতিদ্বন্দ্বিতার ক্ষণ। সপ্তাহখানেক পর চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে মুখোমুখি হবে দুই জায়ান্ট। এরই মধ্যে ম্যাচটি হাইভোল্টেজের তকমা পেয়ে গেছে। চারদিকে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
ওই ম্যাচে অনেকে পিএসজিকে এগিয়ে রাখছেন। তাতে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব থাকছে থিয়াগো সিলভার ওপর। এ কাজে বরাবরই সফল ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। ইতোমধ্যে রুখে দিয়েছেন অনেক রথী-মহারথীকে। তো সেই মহারণে নামার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে কী ভাবছেন তিনি?
সিলভা বলেন, ‘রোনাল্ডোকে নিয়ে আমাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই। একটা কথা জেনে রাখুন- তার চেয়ে লিওনেল মেসিকে রুখা কঠিন। আমি দুজনের বিপক্ষেইখেলেছি। সিআর সেভেনের চেয়ে খুদে জাদুকর কঠিন প্রতিপক্ষ।’
সময়টা ভালো যাচ্ছে না রোনাল্ডোর। ভীষণ গোলখরায় ভুগছেন তিনি। অনেকে বলছেন- এবার ব্যালন ডিঅর জেতার দৌড়ে ছিটকে যাবেন পর্তুগিজ উইঙ্গার। তবে তাকে নিয়ে আশাবাদী সিলভা, ‘ক্যারিয়ারে সে সব কিছুই পেয়েছে। চলতি বছরটা তার ভালো যাচ্ছে না। এ রকম দুঃসময় প্রত্যেক খেলোয়াড়ের জীবনে আসে। তার মানে এই নয় যে, ও প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। সে এখনও ব্যালন ডিঅর জিততে পারে।’
আসন্ন রিয়াল-পিএসজি লড়াই নিয়ে কথা বলতে গিয়ে সতীর্থ নেইমারের স্তুতি গেয়েছেন রক্ষণভাগের অতন্দ্রপ্রহরী, ‘মেসি-রোনাল্ডো দুজনই দুর্দান্ত খেলোয়াড়। নেইমারও তাদের সমকক্ষ। মাঠে বল নিয়ে তার কারিকুরিই বলে দেয় সে কত বড় মাপের ফুটবলার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১০:২০ পূর্বাহ্ণ