১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

ঘন কুয়াশার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কে চার লেনের কাজ চলমান থাকায় এবং ঘন কুশায়ায় রাস্তা দেখা না যাওয়ায় যানবাহন অত্যন্ত ধীর গতিতে চলাচল করায় এই যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

এদিকে সেতুর ওপর ঘন কুয়াশায় র্দুঘটনা এড়াতে রাতে ও ভোর সকালে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ২ ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু র্কতৃপক্ষ।

টাঙ্গাইল হাইওয়ে পুলশিরে ট্রাফকি ইন্সপক্টের জামাল হোসনে জানান, ঘন কুয়াশার পরিমান বৃদ্ধি পেলে বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা এড়াতে রাতে এবং ভোরে টোল প্লাজা বন্ধ করে দেয় সেতু র্কতৃপক্ষ। ফলে মহাসড়করে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে অন্তত ৮ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটরে সৃষ্টি হয়। অপর দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুংলি, রাবনা, পাকুল্লা, মির্জাপুরের কয়েকটি স্থানে যানবাহন ধীর গতিতে চলাচল করায় যানজট দেখা গেছে। তবে এই যানজট দীর্ঘস্থায়ী হবে না। কুয়াশা কেটে গেলে যানজট স্বাভাবিক হয়ে আসবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১০:২৫ পূর্বাহ্ণ