২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১৭

ধর্মঘটে অচল ভোমরা স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক:

ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ  হয়ে পড়েছে। সোমবার দুপুর ২টা পর্যন্ত বন্দরে কোন পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক পত্র পাঠানো হয়েছে তাদের।

লিখিত পত্রে বলা হয়েছে, সে দেশের ল্যান্ড কাস্টমস স্টেশনের কর্তাদের অশোভনীয় আচরণ ও অন্যায় দাবির প্রতিবাদে সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পালন করবে। এতে তারা ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সহযোগিতা কামনা করেছেন।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার রেজাউল হক জানান, ভারতের ব্যবসায়ীদের সাথে সে দেশের কাস্টমসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই দেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে দুদেশের জিরো পয়েন্টে প্রায় ৫ শতাধিক আমদানি পণ্যবাহী ট্রাক মাল খালাসের অপেক্ষায় রয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৩:১৫ অপরাহ্ণ