১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

ভারোত্তোলনে বাংলাদেশি কন্যার যুক্তরাজ্য জয়

স্পোর্টস ডেস্ক:

যুক্তরাজ্যে ভারোত্তোলন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি শ্রাবণী আক্তার। ব্রিটিশ ওয়েইট লিফটিং কনফারেন্স-২০১৮ তে ৫৬ কেজি বিভাগে পাঁচ রাউন্ডের প্রতিটিতে বিজয়ী হয় ১৬ বছর বয়সী শ্রাবণী। এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগীকে হারিয়েছেন তিনি।
পূর্ব লন্ডনের ব্রিকলেনে ২০০১ সালের মার্চে জন্ম শ্রাবণীর। বাহাউদ্দীন ও সাঈদা বেগমের ছয় সন্তানের মধ্যে সে সবার বড়। শ্রাবণী ২০১৬ সালের জিসিএসই পরীক্ষায় পাঁচটিতে ‘এ স্টার’ ও সাতটিতে ‘এ’ পেয়ে উত্তীর্ণ হয়। তাদের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ২:৫৪ অপরাহ্ণ