নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ৫ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জেকো উইদোদো উপস্থিত ছিলেন। তাৎক্ষনিকভাবে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সর্ম্পকে বিস্তারিত জানা যায়নি। গতকাল রোহিঙ্গাদের দুর্দশা দেখতে দুই দিনের সফরে বাংলাদেশে আসেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। আজ সকালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরে দুই নেতা একান্ত বৈঠক করেন। এরপর কার্যালয়ের চামেলী হলে তাদের নেতৃত্বে শুরু হয় দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষীয় বৈঠকের পর জেকো উইদোদো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য যাবেন। রাতে ফিরেই জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
দৈনিক দেশজনতা /এমএইচ