২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৮

ব্রাজিলে নাইট ক্লাবে হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুটি শিশু ও আটজন নারী রয়েছেন। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার ভোররাতে সিয়েরা রাজ্যের রাজধানী ফোর্তালিজার শহরে ফরো দো গাগো ক্লাবে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারীরা তিনটি গাড়ি নিয়ে ক্লাবটির ভেতরে ঢুকে পড়ে গুলিবর্ষণ শুরু করে। হামলাকারীরা মাদক পাচার ও বিকিকিনির সঙ্গে জড়িত একটি অপরাধী দলের সদস্য।

সিয়েরা রাজ্যের নিরাপত্তা মন্ত্রী আন্দ্রি কোস্তা জানিয়েছেন, এ হামলায় ১৪ জন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় ভীত ও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ‘এ ধরনের ঘটনা একবারই ঘটে, যেমন সারা বিশ্বেই ঘটে থাকে, ৫০-৬০ জন নিহত হয়,’ সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে গ্লোবো নিউজ নেটওয়ার্ক। এ ধরনের ঘটনা বন্ধ করার ক্ষেত্রে ‘পুলিশের কিছু করার নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি। ২০১৫ সালেও সিয়েরার অপর একটি নাইট ক্লাবে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হয়েছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১১:৩৬ পূর্বাহ্ণ