১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক:

দেশের মাটিতে সিনিয়র টাইগাররা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরেছে শ্রীলঙ্কার কাছে। তবে দেশের বাইরে জুনিয়র টাইগাররা ঠিকই হারিয়েছে ইংল্যান্ডকে। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফে ইংলিশদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ব্যাটে ও বলে আফিফ হোসেনের দারুণ পারফরম্যান্সে ম্যাচটি জিতেছে তারা। ৪৭.২ ওভারে ২১৬ রানে অল আউট হয় ইংলিশরা। জবাবে ৫ উইকেট ও ১৫ বল হাতে রেখে ম্যাচটি জিতছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৭ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে ইংল্যান্ড। ওপেনার লিয়াম ব্যাঙ্কসকে নিয়ে অধিনায়ক হ্যারি ব্রুক ১২৬ রানের জুটি গড়েন।

দলীয় ১৪৩ রানে আউট হন ব্যাঙ্কস। তিনি সংগ্রহ করেছিলেন দলীয় সর্বোচ্চ ৭৪ রান। এর পর পরই ভেঙে পড়ে দলটির ব্যাটিং লাইন আপ। দলের স্কোর ১৫৭ তে পৌঁছতেই ৬ উইকেট হারায় ইংলিশরা। ব্রুক ৬৬ রান করে উইকেট হারান। মাঝখানে কিছুটা বিরতি দিয়ে ১৯১ রানে দলটির সপ্তম উইকেটের পতন হয়। ২১৬ রান তুলতেই সবগুলো উইকেট হারায় ইংল্যান্ড। ১৮ রান খরচায় ৩ উইকেট পান অল রাউন্ডার আফিফ হোসেন। ৩ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদও।

২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮২ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এরপর আফিফকে সঙ্গে নিয়ে অধিনায়ক সাইফ হাসান দলের বিপর্যয় বাড়তে দেননি। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ৬৬ রান। দলীয় ১৪৮ রানের মাথায় সাইফ ৫৯ রান করে আউট হলেও অন্যপ্রান্তের উইকেট ঠিকই ধরে রাখেন আফিফ। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তিনি যখন সাজঘরে ফেরেন, দলের জয় তখন মাত্র ৮ রান দূরে। ৯৯ বলে ৭ চার ও ১ ছয়ে ৭১ রানের ইনিংস খেলেন আফিফ। আর কোন উইকেট না হারিয়ে শেষপর্যন্ত ৪৭.৩ ওভারে ২২০ রান করে বাংলাদেশ। ইংলিশ পেসার অ্যাডাম ফিঞ্চ ৩৬ রানে দুই উইকেট পান।

অল রাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আফিফ হোসেন।

পঞ্চম স্থান নির্ধারনীর চূড়ান্ত প্লে-অফ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি, একই ভেন্যুতে। সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল : ২১৬ (৪৭.২ ওভার) (ব্যান্টন ৬, ব্যাঙ্কস ৭৪, ব্রুক ৬৬, জ্যাকস ২, উডস ৪, ট্রেনুথ ১, ডেভিস ২৬, সিসোদিয়া ২০, ফিঞ্চ ২, ব্যাম্বার ৬*, পেনিংটন ১; হাসান ৩/২৯, অঙ্ক ২/৪৬, রবিউল ১/২৭, টিপু ০/৫০, রাকিব ১/৩৯, আফিফ ৩/১৮, সাইফ ০/৬)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২২০/৫ (৪৭.৩ ওভার) (পিনাক ৭, সাইফ ৫৯, আমিনুল ২০, হৃদয় ১০, আফিফ ৭১, রাকিব ২৮*, শাকিল ৬*; ব্যাম্বার ১/৩২, পেনিংটন ০/৩৩, ব্রুক ০/৩৪, ফিঞ্চ ২/৩৬, জ্যাকস ০/২৩, সিসোদিয়া ১/৩২, উডস ১/২৭)।

ফলাফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : আফিফ হোসেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১১:২৮ পূর্বাহ্ণ