২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক:

অ্যাশেজে বাজে ভাবে হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ভাবে নিজেদের মেলে ধরেছে ইংল্যান্ড। ৫ ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই জিতে ২-০ তে এগিয়ে গেছে তারা। রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডেতেও অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে সফরকারী ইংলিশরা। জজ বাটলারের সেঞ্চুরিতে অজিদের ৩০৩ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৬.৪ ওভার শেষে ৩৬/১।

এদিন টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক স্টিভ স্মিথ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০২ রান করে ইংলিশরা। ৪৫ রানে ২ উইকেটে হারানো ইংল্যান্ডের ইনিংস আসলে বড় রানের বার্তা দিচ্ছিল না।

তবে বাটলার ও ক্রিস উকসের ব্যাটে শেষ পর্যন্ত তিনশ পেরোনো স্কোর গড়ে ইংলিশরা। সপ্তম উইকেটে দুজন মিলে তুলেন ১১৩ রান। বাটলার ৮৩ বলে ৪টি ছয় ও ৬টি ছক্কায় করেন অপরাজিত ১০০ রান। উকস ৩৬ বলে অপরাজিত ৫৩ রান করেছেন ৫টি চার ও ২ ছক্কায়। অজিদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেটে নেন হ্যাজলউড।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ২:১৭ অপরাহ্ণ