২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪০

বাংলাদেশ সফরে আসার ইচ্ছা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সামিটে’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে ট্রাম্প তাকে বলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশে আসব’। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বিদেশ সফর। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার এবারই প্রথম দেখা।

সৌদি বাদশাহর আমন্ত্রণে ‘আরব ইসলামিক-আমেরিকান সামিটে’ অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব গেছেন। সেখানে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও।

শহীদুল হক জানান, সম্মেলন শুরুর আগে রিয়াদের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথোপকথন হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী উনাকে (ডোনাল্ড ট্রাম্প) বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে ট্রাম্প বাংলাদেশ সফরে আসবেন বলে আশা প্রকাশ করেন।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ২২, ২০১৭ ১২:২৬ অপরাহ্ণ