২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২৭

বিশ্ব অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে : বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার প্রকাশিত সংস্থার সর্বশেষ অর্থনৈতিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ২০১৭ সালে বিশ্ব প্রবৃদ্ধি হয়েছে ৩.০ শতাংশ। এ বছর (২০১৮) প্রবৃদ্ধি হবে ৩.১ শতাংশ এবং ২০১৯ সালে তা কিছুটা কমে হবে ৩.০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, সব অঞ্চলেই প্রবৃদ্ধির উন্নতি ঘটছে। তবে তা ধরে রাখতে হলে দেশগুলোকে অবশ্যই বিনিয়োগ করতে হবে এবং এটি করতে হবে আগামী অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার আগেই।

বিশ্বব্যাংকের মতে, ২০১৭ সালে বিশ্ব প্রবৃদ্ধি হয় ৩.০ শতাংশ। এ বছর (২০১৮) প্রবৃদ্ধি হবে ৩.১ শতাংশ এবং ২০১৯ সালে তা কিছুটা কমে হবে ৩.০ শতাংশ। এর মধ্যে গত বছর সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২.৩ শতাংশ এবং এ বছর হবে ২.২ শতাংশ। দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ চীনের প্রবৃদ্ধি গত বছর হয়েছে ৬.৮ শতাংশ এবং এ বছর হবে ৬.৪ শতাংশ।

২০১৮ অর্থবছরে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি হবে ৬.৯ শতাংশ। গত বছর হয়েছিল ৬.৫ শতাংশ। আর এ অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ ভারতের এ বছর প্রবৃদ্ধি হবে ৭.৩ শতাংশ। বিশ্বব্যাংকের হিসাবে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি আসবে ৬.৪ শতাংশ। এছাড়া রফতানি বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিবছর গড়ে ৬.৭ শতাংশ করে প্রবৃদ্ধি হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ