২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০৮

মালয়েশিয়ায় ১ বছরে ৪৭ হাজার অবৈধ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক :

২০১৭ সালে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ৮৮৫ শিশুসহ ৪৭ হাজার ৯২ জন অবৈধ অভিবাসীদের আটক করেছে।
বৃহস্পতিবার সেলাংগর প্রদেশের অভিবাসন দিবস উদযাপন অনুষ্ঠান শেষে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুকে সেরী মোস্তাফার আলী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মোস্তাফার আলী জানান, সারা দেশে গত বছরে মোট ১৬ হাজারেরও বেশি অভিযান পরিচালনার মাধ্যমে ১ লাখ ৮৮ হাজার ৮৮৪ অভিবাসীর নথিপত্র যাচাইয়ের মাধ্যমে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি।
মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বার্নামা সূত্রে জানা গেছে, আটক থাকা ৪৭ হাজার ৯২ জনের মধ্যে ৩৩ হাজার ৭৯ জন পুরুষ এবং ১৩ হাজার ১২৮ জন নারী রয়েছেন। এ ছাড়া আটককৃত শিশুরা তাদের বাবা-মার সঙ্গে এ দেশে এসেছে এবং অনেক শিশু এখানে জন্মগ্রহণ করেছে। তাদের কোনো বৈধ নথি ছিল না বলে বার্নামার প্রতিবেদনে বলা হয়েছে।
বার্নামা সংবাদের বরাত দিয়ে মোস্তাফার আলী বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা তাদের প্রতি সংবেদনশীল ছিলাম। কিন্তু আমাদের আইন প্রয়োগে অবশ্যই কঠোর হতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশটিতে অবৈধ থাকা বিদেশি কর্মীদের বৈধ হওয়ার বিষয়টি পুরো বছর ছিল আলোচনায়। দেশটিতে অবৈধ কর্মীদের কাজ দেয়ায় এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১ হাজার ২৫৭ জন নিয়োগকর্তাকে আটক করা হয়। এদের মধ্যে ৮০ শতাংশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বাকি ২০ শতাংশ তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হবে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক মোস্তাফার আলী বলেন, অবৈধ অনুপ্রবেশ ও দেশটিতে অবৈধদের বসবাস ঠেকাতে বিভাগটি কাজ করছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদে কোনও পক্ষের সঙ্গে আপস করা হবে না বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ৭:৪৭ অপরাহ্ণ