১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

এবার দাবি আদায়ে ধর্মঘটে ইবতেদায়ি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয়করণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন শিক্ষকরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান ধর্মঘট কর্মসূচি থেকে এ আবেদন জানান তারা।
ছয়দিন ধরে এসব শিক্ষক বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে ধর্মঘট পালন করছেন।
শিক্ষকরা জানান, সারাদেশের ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে শিক্ষকদের বেতন ভাতা বাড়িয়েছে সরকার। কিন্তু ইবতেদায়ি মাদরাসাগুলো এ সুযোগ পায়নি।
এ অবস্থায় মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পেতে প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়িমাদরাসাগুলো জাতীয়করণ করে মাদরাসা শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি জানাচ্ছে তারা।

আন্দোলনরত শিক্ষকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে নন-এমপিওভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামেন। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে অনশন প্রত্যাহার করেন তারা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ৭:৫০ অপরাহ্ণ